আচ্ছালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহ রহমতে ভালই আছেন।
সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহ রহমতে ভালই আছেন।
আমি আজ মাল্টি গ্রুপ পোষ্ট নিয়ে আলোচনা করবো
এ বিষয়টা নিয়ে আগে কেউ পোষ্ট করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি
আমাদের অনেক সময় ফেইসবুকের অনেক গ্রুপে এক সাথে অনেক পোষ্ট করা লাগে।
বিশেষ করে Affiliate মার্কেটার দের বেশি গ্রুপ পোষ্ট করা লাগে মার্কেটিং এর জন্যে
মাল্টি গ্রুপ পোষ্টের সুবিধাঃ
এ সিস্টেম দিয়ে আপনি আপনার ফেইসবুকের শত শত গ্রুপে এক ক্লিকে একই পোষ্ট করতে পারবেন।
মনে করেন ১০০ গ্রুপে পোষ্ট করতে সময় লাগে মিনিমাম ২৫ মিনিট।
মাল্টি গ্রুপ পোষ্টে সময় লাগতেছে মাত্র ৫ মিনিট
মনে করেন ১০০ গ্রুপে পোষ্ট করতে সময় লাগে মিনিমাম ২৫ মিনিট।
মাল্টি গ্রুপ পোষ্টে সময় লাগতেছে মাত্র ৫ মিনিট
তো শুরু করা যাক 
প্রথমে http://m.fb-autolikers.com লিংকে ক্লিক করেন
লিংকে ডুকার পর একদম নিচে যান
মাল্টি গ্রুপ পোষ্টে ক্লিক করেন।
তারপর এই পেজ আসবে এখানে ক্লিক করে টুকেন সংগ্রহ করতে হবে। ছবির দেখানো এ্যােরা তে ক্লিক করুন
তারপর যতবার এ্যাপ এলাও পার্মিশন চাইবে ততবার ok click করেন (২ বার হয়তো চাইবে)
ok ক্লিক করার পর এই পেজ থেকে যত তারাতারী সম্ভব পেজ লিংক কপি করে নিন সাক্সেস লিখা লাল হওয়ার আগে

তারপর আবার মাল্টি গ্রুপ পোষ্টের মেইন পেইজে এসে বক্সে কপি করা লিংক পেষ্ট করে সাবমিট করুন
সটিক ভাবে পেষ্ট করার পর এই পেইজ আসবে
এখানে আপনি সব গ্রুপ একসাথে সিলেক্ট করে বা একটা একটা সিলেক্ট করে পোষ্ট দিতে পারবেন

এখানে আপনি সব গ্রুপ একসাথে সিলেক্ট করে বা একটা একটা সিলেক্ট করে পোষ্ট দিতে পারবেন
তারপর একদম নিচে এসে গ্রুপে কি লিখতে চান তা লিখে পোষ্ট এ ক্লিক করেন

আপনার গ্রুপ পোষ্ট শুরু হয়ে গেছে কিছুক্ষন অপেক্ষা করেন GO back আসার আগ পর্যন্ত

আপনি সফল ভাবে মাল্টি গ্রুপ পোষ্ট শেষ করতে পারলেন।
বিঃদ্রঃ → একটি ফেবো আইডি থেকে প্রতি দিন একবাবের বেশি পোষ্ট করবেন না । করলে হয়তো টেম্প্রুরারি ব্লক খাইতে পারেন।
→অটো লাইক, অটো কমেন্ট, অটো ফলোয়ার, যেমন আপনার ফেবো আইডির জন্যে ক্ষতিকর টিক তেমনি মাল্টি গ্রুপ পোষ্ট ও ক্ষতিকর।
→যে যে ব্যাবহার করবেন নিজ দায়িত্বে করবেন এতে আমি কোন ভাবেই দায়ি থাকবো না।
ভালো থাকবেন আগামিতে হয়তো আবারো অন্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।
টিউন টা মোবাইল থেকে করা তাই ভুলভ্রান্তি হতেই পারে।
ভুলগুলা ধরিয়ে দিবেন আর ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আশা করি।
কপি ঃএখান থেকে
Thank you for your great post.
ReplyDeleteThe post is very nice. I just shared on my Facebook Account.
ReplyDeleteIts the great step by step post. Thank you for this.
ReplyDelete