Saturday, March 7, 2015

উবুন্টু এর বিশাল দুনিয়ার একটা অতি প্রয়োজনীয় জিনিস terminal অল্প কিছু কোড

উবুন্টু একটা বিশাল দুনিয়া ।আজকে আমি উবুন্টু এর বিশাল দুনিয়ার একটা অতি প্রয়োজনীয় জিনিস terminal অল্প কিছু কোড শেয়ার করব ।উবুন্টু যারা নিয়মিত ব্যবহার করেন তারা ত জানেন , কিন্তু যারা নতুন তারা ট জানেন না কিন্তু জানতে চান তাদের জন্যই এই টিউন ।
আগে জানব কি এই terminal আর কই থাকে ?
ধরি আমার হাত কেটে গেল,ডাক্তার হাত clean করে medisin দিল -(এই কাজটা করে কম্পিউটার এর মাউস )
আর যদি সার্জারি করতে হত তাহলে কে করত (এই কাজটা ই terminal করে )
terminal কই থাকে বেশি দূরে না ৩ আঙ্গুল চাপ দিলেই হাজির ctrl+alt+t বাস হাজির ।এই বার হুকুম করুন । code লিখে এন্টার দিন বাস
১-বন্ধ করতে - sudo halt
২-restart - sudo reboot
৩- ডেট - date
৪- ক্যালেন্ডার - cal
৫-disk usage- df
৬-last restart ar por pc running time- uptime
৭-account detail- who ami
৮-system kernel - uname
৯-বর্তমান directory - is
১০-application এ সরাসরি জেতে ,যেমন vlc,firefox,লিখে এন্টার দিন।


পোস্ট টি কপি করা হয়েছে এখান থেকে :p

No comments:

Post a Comment